নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম হাবিবুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
অপরদিকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপক ও ভুমিকম্প থেকে রক্ষায় মহড়া প্রদর্শন করা হয়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেইনের নেতৃত্বে দমকল বাহিনীর তিনটি ইউনিট অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা ও ভুমিকম্প থেকে রক্ষায় মহড়া প্রদর্শন করেন। এসময় স্থানীয় বাসিন্দারা অগ্নিনির্বাপক ও ভুমিকম্প থেকে রক্ষায় বিভিন্ন কৌশল প্রত্যক্ষ করেন।
https://slotbet.online/