পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি : রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষীক নির্বাচনে আতাউর রহমান আতু সভাপতি ও আতাউর রহমান সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষীক নির্বাচনে ১৩টি পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
সভাপতি পদে খেজুরগাছ প্রতীকে আতাউর রহমান আতু ৮৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী জোবায়দুর রহমান চেয়ার প্রতীকে পেয়েছেন ৭৬২ ভোট।
সাধারন সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে আতাউর রহমান ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।। তার নিকটতম প্রতিদ্বন্দী ফজলুল হক ভ’ইয়া হারিকেন প্রতীকে পেয়েছেন ৪৫৭ ভোট।
এছাড়াও সহসভাপতি আবু এহিয়া (মাছ) ৬২৯, যুগ্ন সম্পাদক মন্জুরুল ইসলাম (মটরসাইকেল) ৮৯০ ভোট,সহ সাধারন সম্পাদক ফিরোজ রানা( (সেলাইমেশিন)৬৩৭ ভোট, আব্দুল্লাহ সরকার (ট্রাকটর)অর্থ সম্পাদক পদে ৯৮১ ভোট, দপ্তর সম্পাদক(দোয়াত কলম) ৭৯২ ভোট, রফিকুল ইসলাম(ট্রাক) সাংগঠনিক সম্পাদক ৯৬৮ভোট, রামু রায় চুলাই(জগ) সড়ক সম্পাদক পদে ৫৩৩ ভোট, প্রচার সম্পাদক পদে মামুনুর রশীদ (টেলিফোন)১২৮১ ভোট, শিক্ষা ও সমাজকল্যান সম্পাদক মাজেদুল হক((চশমা)পেয়েছেন ৫৬৪ ভোট) মোঃ রাজন কার্যনির্বাহী সদস্য(আম) ৪৪৮ভোট ও কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান (বাল্ব) প্রতীকে ৪৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মোট ভোটারের সংখ্যা ছিল ১৭৫৯ জন।ভোট গননা চলে সারারাত ধরে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/