জেলা প্রতিনিধি
রাজশাহী : জেলায় পুলিশ সদস্যদের উপর হামলা করে আসামি ছিনতাইকারী মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী আরিফ’কে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন চককাপাশিয়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ ইসলাম (৩২) রাজশাহী জেলার চারঘাট থানার ইউসূফপুর কান্দিপাড়া গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে। এ সময় তার কাছে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি মোবাইল সেট, ১টি সীম, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আরিফ ইসলাম একজন কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। চলতি বছরের ২৯ নভেম্বররাজশাহীর ডিবি পুলিশের অভিযানে মোসকেন আলীসহ অপর এক আসামিকে ১৭০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এই অভিযানের খবর পেয়ে র্যাব-৫, সিপিএসসি টিমের অভিযানে আটককৃত আরিফ ও তার অন্যান্য দুই সহযোগীসহ উক্ত পুলিশদের উপরে হামলা করে এবং আসামি ও ফেনসিডিল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশের অভিযানে মোসকেন আলীকে গ্রেফতার করা হয়।
র্যাব ঘটনার তথ্যপ্রাপ্তির সাথে সাথে র্যাব-৫, সিপিএসসি টিম তার ছায়া তদন্ত শুরু করে। তথ্য আসে যে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার পরপরই কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আরিফ চলে যায় গা-ঢাকা দেওয়ার জন্য। আরো তথ্য আসে রাতে অল্প সময়ের জন্য তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করতে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ীতে এসেছে।
পরবর্তীতে উক্ত বাড়ী সনাক্ত করে নিরপেক্ষ সাক্ষীদের সহায়তায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন চককাপাশিয়া নামক এলাকাস্থ উক্ত বাড়ী তল্লাশি করে আটককৃত ব্যক্তির স্ত্রীর শয়ন কক্ষের ভিতর খাটের তোষকের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
https://slotbet.online/
hoodwinks xyandanxvurulmus.xupZYIxPh3zu