ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইএসডিও (ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) মাইক্রোফিন্যান্স কর্মসূচির উদ্যোগে প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্রাচুইটি এবং অন্যান্য সুবিধা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে ইএসডিও’র বোর্ডরুমে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সাবেক শাখা ব্যবস্থাপক মো. সাবেদুল ইসলামকে এই সুবিধাগুলো প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। তিনি সাবেক শাখা ব্যবস্থাপক সাবেদুল ইসলামের স্ত্রী আসমা বেগমের হাতে পিএফ এবং গ্রাচুইটির চেক তুলে দেন। চেক প্রদানকালে ড. শহীদ উজ জামান বলেন, “প্রতিষ্ঠানের কর্মীরা আমাদের মূল সম্পদ। তাদের দীর্ঘদিনের সেবা এবং অবদানের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আজকের এই সুবিধা প্রদান কর্মীদের প্রতি আমাদের দায়িত্ব এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, কর্মীদের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে তারা আরও নিবেদিতভাবে কাজ করতে উৎসাহিত হবেন, যা আমাদের প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। ড. শহীদ উজ জামান আরও উল্লেখ করেন, ইএসডিও সবসময় তার কর্মীদের পাশে ছিল এবং থাকবে। কর্মীদের স্বার্থে প্রতিষ্ঠান সব ধরনের কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করবে।
এই অনুষ্ঠানের মাধ্যমে ইএসডিও তার কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা এবং কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রমাণ দেয়।
এ রাজা/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Uyducu Malatya hızlı servis Uyducu Malatya, uydu tamirinde gerçekten usta. https://www.noifias.it/read-blog/27410_malatyam-uyducu-kaliteli-servis.html