নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এস, এম আল কামাল এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক (সিসি) ডা: রেজা হাবিব, ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা: লাবণী বসাক, পীরগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা: আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিয়া আক্তার, বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এ্যাডভোকেসি সভায় জানানো হয়, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ আগামী ৯ই ডিসেম্বর-১৪ই ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগ, ঠাকুরগাঁও এর আয়োজনে ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি এর ক্যাম্পের আয়োজন করা হবে। এছাড়াও পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে উঠান বৈঠক, কিশোর কিশোরী ও মা সমাবেশের আয়োজন করা হবে। তাছাড়াও এ উপলক্ষ্যে পরিবার কল্যাণ সেবা বিষয়ে বিভিন্ন মাধ্যম্যে নানামূখী প্রচারণা ও সচেতনকতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানানো হয় এই সভায়।
বক্তারা আগামী ৯ই ডিসেম্বর-১৪ই ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ এর সকল অনুষ্ঠানকে সুষ্ঠু সুন্দর ও সফলভাবে করতে সকলের সহযোগিতা কামনা করেন ।
এ সময় রাজনীতিক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও পরিবার পরিকল্পনা বিভাগ, ঠাকুরগাঁও এর কর্মকর্তা ও কর্মচারিরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/