হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর ডাবরী সীমান্তের ৩৬৮ নং মেন পিলারের ২ এস এলাকায় শূন্য রেখায় গেরুয়াডাঙ্গী নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই নাগরিককে ফেরত দেয় বিএসএস।
আটক কৃত বাংলাদেশী নাগরিক সাইরুল (২২) কে বিএসএফ বিজিবির নিকট হস্তান্তর করেন।
এসময় পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ডাবরী বিওপির হাবিলদার রফিকুল ইসলাম ও কাঠালডাঙ্গী বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার তরিকুল ইসলাম এবং ভারতের পক্ষে ছিলেন ৭২ পাঞ্জীপাড়া বিএসএফ ফুলবাড়ি কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর আর কে ইয়াদেব।
উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় ডাবরী সীমান্তের ৩৬৮নং পিলার এর ৩ এস পিলার এলাকার ভারতীয় ভুখন্ড থেকে সাইরুল (২২) কে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী ফুলবাড়ি ক্যাম্প এর বিএসএফ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/