হিলি ( দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে শিয়ালের কামড়ে জহুরুল ইসলাম (৩৬) তার সদর ছোট ভাই মাহিদুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছে। এঘটনায় ওই গ্রামে আতংক ছড়িয়ে পড়ছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বৈগ্রাম গ্রামে জমির ক্ষেত দেখতে গিয়ে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেয়ালদাড় ইউপি সদস্য বকুল হোসেন।
আহত মোঃ জহুরুল ইসলাম ও তার সহদর ভাই মাহিদুল ইসলাম বৈগ্রাম গ্রামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে।
ইউপি সদস্য জানান, আহত জহুরুল ইসলাম দুপুর সাড়ে বারোটার দিকে বাড়ির পার্শে আলু ও সরিষার জমি দেখার জন্য মাঠে যায়। হঠাৎ জহুরুল ইসলাম প্রাকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য জমির পাশে ছোট নদী (খাড়ি) কাছে গিয়ে বসে। এমন সময় দুইট শিয়াল তার দিকে ছুটে আসে আক্রমণ করার জন্য।
জহুরুল ইসলাম নিজেকে রক্ষা করতে হাতের কাছে পাওয়া একটি আধলা ইট ছুড়ে মারে। এতে শিয়ালরা আরও ক্ষিপ্ত হয় এবং তাৎক্ষণিক আরও কিছু শিয়াল তাকে আক্রমণ করে এবং জহুরুল ও শিয়ালের সাথে ধস্তাধস্তি করে।
ঘটনা স্হলে জহুরুল এর মুখ (থুতি) ও বুকে আচঁড়ে নিয়ে আহত করে। তার চিৎকার শুনে পাশে থাকা ভাই মাহিদুল ইসলাম ছুটে গেলে তাকেও শিয়াল কামড় দিয়ে আহত করে। পরে দুই ভাই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেয়।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুন্নাহার আজাদী রিয়া বলেন, শনিবার দুপুরে শিয়ালের কামড়ে আহত দুই ভাই হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য দুই ভাই কে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/