খুলনা ব্যুরোঃ খুলনা মহানগরীর খালিশপুর পিপলস পাঁচতলা কলোনি এলাকায় ঘর ভাড়া চাওয়াকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের ঘরের মালামাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শফিকুল ইসলামের স্ত্রী রোকেয়া পিপলস পাঁচতলা কলোনির এক দর্জির কাছে কাজে যায়। ফেরার সময় তার কাছে ভাড়ার টাকা চায় তাদের আগের বাড়ী ওয়ালা আব্দুর রহিম ও তার স্ত্রী। ঘটনায় রোকেয়া তাকে গালিগালাজ করে। এ সময় রোকেয়ার সাথে ১১ নম্বর ওয়ার্ড বিএনপি’র নেত্রী পাখি বেগম তার সঙ্গে ছিলেন।
উভয় পক্ষের মধ্যে হাতাহাতি চলে। একপর্যায়ে খবর পেয়ে রোকেয়ার স্বামী শফিকুল ইসলাম ও তার সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুর রহিমের বাসায় ঢুকে মালপত্র ভাঙচুর করে।
এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রহিম জানান, তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মঙ্গলবার সকাল দশটায় তার পুরানো ভাড়াটিয়া শফিকুল তাকে মারধর করে ঘরের মালামাল ভাঙচুর করে তার নাতির চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে চলে গেছে। বিষয়টি তিনি স্থানীয় যৌথ বাহিনীর ক্যাম্পে অভিযোগ করেছেন।
অপরদিকে এ বিষয়ে বিএনপি নেত্রী পাখি পাখি বেগম জানান, পার্শ্ববর্তী দর্জির বাড়িতে কাপড় আনতে গেছিলেন তারা। এ সময় আব্দুর রহিম ও তার স্ত্রী ভাড়ার টাকা নিয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। একপর্যায়ে তাদের গায়ে হাত দিয়েছেন এবং তার কাছ স্বর্ণের কানের দুল ও মোবাইল নিয়েগেছে বলে অভিযোগ করেন।
এদিকে বিকেলে যৌথ বাহিনীর একটি দল ঘটনা তদন্তে মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের বাড়িতে যান।পরে তারা মুক্তিযোদ্ধার বাসায় হামলা কারীদের আটক করতে অভিযান পরিচালনা করেন । এবিষয়ে উভয়পক্ষ খালিশপুর থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/