পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নে সাকেয়া নদী হতে বাসুপাড়ার পূর্ব দিক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
রোববার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়ার পূর্ব দিকে সাকেয়া নদীতে এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে । উদ্ধারকৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে বলে জানায় পুলিশ। এ সময় তার শরীরে গেনজি, পরনে প্যান্ট, হাতে ঘড়ি ছিল। ধারনা করা হচ্ছে দশ বার দিন পুর্বে তাকে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ময়না তদন্তের মর্গে পাঠানো হয়েছে।
পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম বলেন ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/