পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে সর্বস্তরের শিক্ষার্থী -জনতা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে হাজার জনতার ঢল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমন্বয়ে মার্চ ফর প্যালেস্টাইন নামক কর্মসূচিতে অংশ নেয়।
একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। অবশেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্য রাখেন অভিভাবক পক্ষে হুমায়ূন আহমেদ,আশরাফুল আলম, শিক্ষার্থী শাহিন আক্তার ইমরান মুন্না সহ আরো অনেকে। বক্তারা সবাই ফিলিস্তিনি গণহত্যা বন্ধের দাবি জানান মুসলিম বিশ্বের কাছে। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করা না হলে সমগ্র বিশ্বের মুসলমানরা ইসরাইলের উদ্দেশ্যে যাত্রা করবে এবং আত্মা হুতি দানে এগিয়ে যাবে।
বক্তব্য শেষে ফিলিস্তিনে হত্যাকাণ্ডের শিকার অসহায় নারী শিশু ও জনগণকে নির্বিচারে হত্যার বিচার চেয়ে আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হুমায়ন আহমেদ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/