তীব্র তাপহাদের মধ্যে আজ থেকে নারী ফুটবল লিগ শুরু হয়েছে। সকাল ৯টা ও বিকাল ৪টায় হচ্ছে খেলা। এমন পরিস্থিতিতে দিনের আলোতে খেলা চালানো নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ফুটবল নারী ফুটবল কর্মকর্তারা। তবে আজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন লিগের উদ্বোধন করতে এসে ফ্লাডলাইটে খেলা আয়োজনের ঘোষণা দিয়েছেন। লিগের পরবর্তী ম্যাচগুলো কাল থেকে পড়ন্ত বিকালে ও ফ্লাডলাইটে হওয়ার ইঙ্গিত মিলেছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগের উদ্বোধন করতে এসে বাফুফে সভাপতি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই আবহাওয়ায় ফুটবল খেলা মানবিকভাবে সম্ভব না। তাই সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদককে বললাম বিকল্প ব্যবস্থা করতে। সে বললো, এতে এনএসসিকে ( জাতীয় ক্রীড়া পরিষদ) জানাতে হবে এবং বড় বাজেট প্রয়োজন । আমি বলেছি, এনএসসিকে জানাতে, বাজেটের ব্যবস্থা হবে।’
মূলত নারী লিগ চালাতে তিন লাখের বেশি টাকা লাগার কথা নয় বলে সাধারণ সম্পাদক আগেই জানিয়েছেন।
ফ্লাডলাইটে খেলা চালানো নিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘গত পাঁচ-দশ বছর কোনও কিছু আটকে থাকেনি। জাপান, সৌদি আরবসহ সব জায়গায় দল গিয়েছে। এটাও হবে, যেখান থেকেই হোক ব্যবস্থা হবে।’
বর্তমান পরিস্থিতিতে কাউকে দোষ দিতে চাইছেন না সালাউদ্দিন, ‘কাউকে দোষ দেওয়া যায় না। অফিস যেটা করেছে ঠিকই করেছে। কারণ আমাদের ফান্ড সমস্যা রয়েছে। এই গান গাইতে গাইতে তেতো হয়ে গেছি। আবার আমি এখন যেটা করছি, সেটাও সঠিক।’
নারী ফুটবল লিগে স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ। আকস্মিকভাবে লিগ শুরুর তিন দিন আগে প্রতিষ্ঠানটি স্পন্সরশিপ প্রত্যাহার করে নিয়েছে। এ নিয়ে সালাউদ্দিনের মন্তব্য, ‘কোনও বিতর্কে যেতে চাই না।’
এবারের লিগে রেফারি-সহকারি রেফারি প্রায় সবাই নারী। এই প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেছেন, ‘সব দিক নিয়েই আমরা কাজ করছি। এটা যেমন একটা ইতিবাচক দিক।’
আরএম/ টাঙ্গন টাইমস
https://slotbet.online/