টাঙ্গন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার এক বিবৃতিতে বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পরও হামাস টিকে আছে এবং টিকে থাকবে। তিনি উল্লেখ করেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের জন্য সিনওয়ারের প্রয়ান বেদনাদায়ক হলেও এটি প্রতিরোধের শেষ নয়।
আয়াতুল্লাহ খামেনি বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের সংগ্রাম সিনওয়ারের শাহাদাতের মাধ্যমে শেষ হবে না। হামাস তার স্থিতিশীল অবস্থান ধরে রাখবে এবং ভবিষ্যতেও প্রতিরোধের অগ্রভাগে থাকবে।” সিনওয়ার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে খামেনি বলেন, “সিনওয়ার ছিলেন প্রতিরোধ ও সংগ্রামের দীপ্তিমান প্রতীক।”
সিনওয়ারকে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়, যা গাজার বর্তমান যুদ্ধের সূত্রপাত ঘটায়। ১৮ অক্টোবর বুধবার ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করে।
খামেনি তার বিবৃতিতে আরও বলেন, “সিনওয়ার ইসরায়েলের বর্বরতা ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিনি কৌশল ও সাহসের মাধ্যমে শত্রুকে আঘাত করেছিলেন এবং ৭ অক্টোবরের আক্রমণকে তার উত্তরাধিকার হিসেবে রেখে গেছেন, যা এ অঞ্চলের ইতিহাসে অমোচনীয় হয়ে থাকবে। তিনি সসম্মানে শহীদ হয়েছেন।”
উল্লেখ্য, ইসমাইল হানিয়াহকে হত্যার পর ২০২৩ সালের জুলাই মাসে সিনওয়ার হামাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সূত্র: ১৯অক্টোবর, ২০২৪ (বাসস)
এ রাজা/টাঙ্গন টাইমস
https://slotbet.online/