ঠাকুরগাঁও প্রতিনিধি : জোরপূর্বক সন্ত্রাসী বাহিনী দিয়ে স্থাপনা ভেঙ্গে জমি দখলের অভিযোগ উঠেছে জেলার হরিপুর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে । এ ঘটনায় হরিপুর থানায় অভিযোগ দায়ের করছে এক ভূক্তভোগী।
অভিযুক্তরা হলেন, সোলেমান আলী (৫৯) বশলগাঁও গ্রামের মৃত তসির উদ্দীনের ছেলে। তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা হলেন মো. রানা (৩০) একই গ্রামের সোলেমান আলীর ছেলে, নবী বকস(৪৩) মৃত বাহিরুলের ছেলে, আক্তারুল, রবিউল ইসলাম, আনসার মো. মুনির উদ্দীনের ছেলে। মো. রাসেল (২২) নবী বকসের ছেলে। মুসা (২৮) আব্দুল জব্বারের ছেলে।
ভূক্তভোগীরা হলেন, মো. গোলাম মোস্তফা (৫০) বশলগাঁও গ্রামের এ কে এন আমিজ আমিজ উদ্দীন আহম্মেদের ছেলে। মোছা. শিউলী আক্তার(৩০) বশলগাঁও গ্রামের মো. মামুনের স্ত্রী।
অভিযোগে জানা যায়, চলতি বছরের ২৮ এপ্রিল উক্ত সন্ত্রাসী বাহিনী সোলেমান আলীর নেতৃত্বে লাঠিসোঠা, লোহার সাবল, হামবল, হাতুরি ও ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে আমার সীমানা প্রচীর এবং টয়লেটের সেফটি টেঙ্কী ভেঙ্গে ফেলে। এ সময় আমার ভাতিজী বৌমা বাঁধা দিতে গেলে ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তার উপর হামলা চালায়, তাকে মারপিট করে ফুলা ও রক্তাক্ত জখম করে এবং তার পরনের কাপড়চোপর ছিড়ে ফেলে শীলতাহানি করে।
হরিপুর বশলগাঁও গ্রামের ফসিউল আলম বলেন সোলেমান আলীর অত্যন্ত প্রভাবশালী, তিনি এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছে। সে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। একই কথা বলেন মাসুম, জাবেদসহ আরো অনেকে।
ভূক্তভোগী মো. গোলাম মোস্তফা বলেন পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে ৬০ বছরের অধিককাল ধরে আমার বসতবাড়ীর তফশীল বর্ণিত জমিতে বসবাস করে আসছি। কিন্তু ওই চক্রটি আমার জমি দখল নিতে মরিয়া উঠেছে। আমাকেসহ আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শণ করে আসছে।
এ ব্যাপারে অভিযুক্ত সোলেমান আলীর সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
হরিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. তাজুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ইসলাম/টাঙ্গনটাইমস
https://slotbet.online/
Good article and right to the point. I am not sure if this is in fact the best place to ask but do
you people have any ideea where to hire some professional writers?
Thanks in advance 🙂 Lista escape roomów