• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

হিলি প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

Reporter Name / ৭৩৫ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

হিলি (দিনাজপুর)প্রতিনিধি: ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগান কে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে ” হিলি প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে হাকিমপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় পৌরসভার জুয়েল একাদশ এবং জাকির একাদশ অংশ গ্রহণ করেন। টসে জিতে জুয়েল একাদশ ১৪ ওভার শেষে ১৫৩ রানের টার্গেট দেয়। জবাবে জাকির একাদশ ১১১ রানে অলআউট হয়। ফলে ৪১ রানে জুয়েল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথি বৃন্দ। এছাড়াও আটটি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ, সর্বোচ্চ উইকেট প্রাপ্ত, এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক খেলোয়াড় জিন্নাত আলী, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, থানা যুব দলের যুগ্ম আহবায়ক আরমান আলী, থানা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সোহেল রানা, এনামুল হক, জাবেদহোসেন সহ আরও অনেকে।

আয়োজক কমিটির অন্যতম সদস্য শাহেদ আলী জানান, হাকিমপুর হিলি একটি সীমান্তবর্তী থানা। তাই মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও যুবকদের দূরে সড়িয়ে রাখতে মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। হাকিমপুর পৌরসভার মধ্যে আটটি দল এ খেলায় অংশ গ্রহণ করেন।

হিলি প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্ট-২৪ হাকিমপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে এবং সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

5 responses to “হিলি প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ”

  1. I’m no longer certain where you’re getting your information, but good topic. I needs to spend some time finding out more or figuring out more. Thank you for magnificent information I was looking for this info for my mission.

  2. There is perceptibly a bundle to realize about this. I assume you made certain good points in features also.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com