হিলি (দিনাজপুর) সংবাদদাতা: দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে সজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে ভারতীয় দুইটি ট্রাকে ১৫ মেট্রিক টন সজনে ডাঁটা আমদানি করা হয়। হিলির স্থলবন্দর এলাকার প্রত্যাশা এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের নাসিক এলাকা থেকে এসব সজনে ডাঁটা আমদানি করেন। এইসব সজনে ডাঁটা বন্দরে পাইকারি বাজারে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়।
হিলি স্থলবন্দর আমদানিকারক জানান, দেশের বাজারে সজনে ডাঁটার চাহিদা থাকায় ভারত থেকে আবারো সজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। দুটি ট্রাকে ১৫ মেট্রিক টন সজনে ডাঁটা আমদানি করা হয়েছে।
তিনি আরো বলেন কয়েক দিন হলো সজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে । রমজান মাসে বাজারে সজনে ডাঁটার চাহিদা থাকে। সামনে মাসে আমদানি আরো বাড়বে। এইসব সজনে ডাঁটা স্থানীয় বাজার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/