• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে গড়ে উঠেছে জর্দ্দার কারখানা, নেই নজরদারী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট চ্যাম্পিয়ন গোহাড়া হাইস্কুল হিলিতে ওএমএসের চাল নিতে দীর্ঘ লাইন হিলিতে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে দুই মালিকে জরিমানা তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহে জরুরী সাড়াদান কর্মসূচীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেল্পার নিহত খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দকে বিএনপির অভিনন্দন ঠাকুরগাঁওয়ের দরিদ্র মাসুমা ও শ্রাবণীর পাশে দাঁড়ালেন র‌্যাব

হিলিতে ওএমএসের চাল নিতে দীর্ঘ লাইন

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : সরকারি সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভায় ওপেন সেলস মার্কেট (ওএমএস) ৩০ টাকা কেজি দরে চাল কিনতে দীর্ঘ লাইন। স্বল্প মূল্য চাল কিনতে পেরে খুশি পৌরসভার নিম্ন-আয়ের মানুষেরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) সরোজমিনে হিলি বন্দরের চারমাথা মোড়ে গিয়ে দেখা এমনই চিত্র দেখা যায়।

সারিবদ্ধ হয়ে দুইটি লাইনে নারী ও পুরুষ ক্রেতা দাঁড়িয়ে আছে। সবার হাতে বাজারের ব্যাগ। চাল কিনতে আসা সবার চোখে মুখে আনন্দের ছাপ।

সাপ্তাহিক ছুটির দিন বাদে বাকি ৫ দিন প্রতিদিন সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে জাতীয় পরিচয় পত্র জমা দিয়ে প্রতি জন ৫ কেজি করে চাল কিনছেন। এতে তারা নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। সেই সাথে চাহিদা বৃদ্ধি পাওয়ায় বরাদ্দ বৃদ্ধি পেয়েছে বলে জানান ডিলাররা। হাকিমপুর হিলি পৌরসভার জন্য দুটি ডিলার নিয়োগ দেওয়া হয়েছে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস।

হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ের ডিলার মুক্তিযুদ্ধা মোঃ লিয়াকত আলী এর পয়েন্টে ওএমএসের চাল কিনতে আসা পৌর সভার ৪নং ওয়ার্ডের এক যুবক বলেন, বাজারে চালের দাম বেশি। আমি যা আয় করি তা দিয়ে কোন রকমে সংসার চালায়। চাল কিনতে যদি সব যায় তাহলে কেমনে চলবো। তাই সকাল সকাল এসে চাল নিতে লাইনে দাঁড়িয়ে আছি। ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পেরে আমি খুব খুশি। সেই সাথে সরকারের এই সিদ্ধান্ত কে সাদুবাদ জানাই।

একই পয়েন্টে পৌরসভার ৬ নং ওয়ার্ডের চাল কিনতে আসা ৫০ উর্ধো ময়মনা বেগম বলেন, আমরা গরীব মানুষ বাজারে ৫ কেজি চাল কিনতে গেলে প্রায় ২৫০-৩০০ টাকা লাগে। আর এখানে ৫ কেজি চাল কিনলাম মাত্র ১৫০ টাকায়। আবার এখানকার চাল ও অনেক ভালো।

আরেক ক্রেতা মোছাঃ জান্নাতুন বেগম বলেন, বাজারের চেয়ে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে কিনতে পারছি। সরকার যদি সারা বছর খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি চালু রাখতো। তাহলে আমাদের মতো নিন্মআয়ের মানুষের জন্য অনেক ভালো হতো।

হাকিমপুর হিলি পৌরসভার নিয়োগ পাওয়া ওএমএস ডিলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লিয়াকত আলীর প্রতিনিধি আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম বলেন, আমাদের হাকিমপুর হিলি পৌরসভায় দুটি ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদে বাকি ৫ দিন গত ১৬ জানুয়ারি থেকে প্রতিদিন বিক্রি করছি ১০০০ কেজি করে দুটি পয়েন্টে ২ হাজার কেজি। চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত ২ ফেব্রুয়ারী থেকে আমরা হাকিমপুর পৌরসভা এলাকায় দু’টি কেন্দ্রে প্রতিদিন দেড় মেট্রিক টন করে দুটি পয়েন্টে ৩ মেট্রিক টন চাল বিক্রি করছি। প্রতিজন ক্রেতা জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে ৫ কেজি করে চাল কিনতে পারছেন।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ খালেদা বানু বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গত ১৬ জানুয়ারি থেকে দিনাজপুরের হাকিমপুর পৌরসভা এলাকায় দুটি ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। দুটি ডিলারদের মাধ্যমে সপ্তাহের ৫ দিন প্রথমে ১ টন করে ২ টন চাল বিক্রি করা হয়েছে। পরবর্তীতে চাহিদা বাড়ায় ২ ফেব্রুয়ারী থেকে দেড় টন করে দু’টি কেন্দ্রে ৩ টন করে প্রতিদিন চাল বিক্রি করা হচ্ছে।

তিনি আরও বলেন, হাকিমপুর পৌর সভার প্রতিজন ব্যক্তি জাতীয় পরিচয় পত্র জমা দিয়ে প্রতিদিন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি দরে চাল কিনতে পারবেন। ছুটির দিন ছাড়া সপ্তাহে ৫ দিন খোলাবাজারে চাল বিক্রি করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে। এই কর্মসূচি উপজেলাই নয় শুধু হাকিমপুর পৌর এলাকায় চালু আছে বলে জানান তিনি।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com