হিলি (দিনাজপুর) প্রতিনিধি : সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে হাকিমপুর হিলি পৌর তাঁতিদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫ টায় হাকিমপুর হিলি পৌরসভার ১নং ওয়ার্ড মুহাড়াপাড়া এলাকায় পৌর তাঁতি দলের সভাপতি আহসান হাবিব রাজুর সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে কর্মী সমাবেশ শেষে হাকিমপুর হিলি হাসপাতাল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করা হয়।
কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন হাকিমপুর হিলি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, মাহে আলম, পৌর তাঁতিদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শাহিন সহ আরও অনেকে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/