• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে শ্রমিকদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হিলিতে ক্ষুদ্র নৃ গোষ্ঠির মাঝে বিনামুল্যে ক্রস জাতের বকনা বিতরণ ঠাকুরগাঁওয়ে চুরি যাওয়া শিশু উদ্ধার না হওয়ায় ছাত্র-জনতার প্রতিবাদ  ঠাকুরগাঁওয়ে জিংক ধান ও গমের চাষাবাদ বিস্তার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় জরিমানা ও ভাংচুর বন্ধে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিল ঠাকুরগাঁওয়ে এতিম শিশুরা পেলেন ঈদ উপহার ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল হাসপাতাল থেকে ঠাকুরগাঁওয়ে আড়াই মাসের বাচ্চা চুরি জিংক সমৃদ্ধ ধান, গম ও অন্যান্য ফসলের বিস্তার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাসপাতাল থেকে ঠাকুরগাঁওয়ে আড়াই মাসের বাচ্চা চুরি

Reporter Name / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই বছরের এক শিশু চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ মার্চ) ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রকিবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধার দিকে ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান সিসিটিভি ফুটেজে আমরা যেটা দেখেছি, যে মহিলা শিশুটিকে নিয়ে গেছে, সেই মহিলা সারাদিন হাসপাতালেই তাদের সাথে ছিল। আমরা হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে অবগত করেছি এবং একটি সাধারণ ডায়েরী করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং কে নিয়ে গেছে সেটা চিহ্নিত করা গেছে। বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে।

শশুটির পরিবারের সদস্য ও স্বজনরা জানান, রোববার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে সন্তানকে ভর্তি করান ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ও হাসি বেগম দম্পতি। দু-দিন চিকিৎসা সেবা দেওয়ার পর সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়।

শিশুটির পরিবার আরও জানায়, সন্ধ্যার দিকে বাচ্চাটির মা ওয়াস রুমে যায়। ওয়াসরুম থেকে ফিরে এসে দেখে বাচ্চাটি নেই। পরে অনেক খোঁজাখুজির পর পাওয়া না গেলে হাসপাতালের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রী করা হয়। অপরদিকে পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনা ছড়িয়ে পড়লে সোমবার (১০ মার্চ) রাত ৯টার দিকে পরিবারের সদস্য ও উত্তেজিত জনতা হাসপাতালের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে শিশুটিকে উদ্ধার দাবি জানান তারা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন মহিলা দূর সম্পর্কে তাদের আতœীয় বলে সারাদিন তাদের সাথে ছিল। সন্ধ্যার দিকে শিশুটির মা ওয়াস রুমে গেলে এই সুযোগে শিশুটিকে চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শইদুর রহমান বলেন চুরি হওয়া শিশুটি এখনো উদ্ধার হয়নি। কে চুরি করেছে সেটা বোঝা যাচ্ছে, কোথায় আছে এ লোকেশনটা এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে খুব শিঘ্রই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com