ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে গণতন্ত্রে পৌঁছাতে পারি। ফুটবল, ক্রিকেট, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন সেই হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার একমাত্র পথ যার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তিনি বলেন আসুন সকলে নতুন করে আমরা আরেকটি সংগ্রাম শুরু করি।
রোববার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল আরো বলেন একটা ভূমিকম্প হয়ে গেছে। আমাদের তরুণরা, ছাত্ররা যেভাবে একটা ছাত্র জনতার ঐক্য সংঘটিত করে। আমাদেরকে নতুন বাংলা নির্মাণ করার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি।
শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা সংস্কৃতি, আমাদের জীবন সামাজিক জীবন শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে পাই।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় ফুটবল তারকা ঢাকা উত্তর শাখা বিএনপি’র আহবায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল রিলেশন কমিটির ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, সাবেক কৃতী খেলোয়াড়সহ জেলার ক্রীড়ামোদী দর্শকেরা।
উদ্বোধনী খেলায় অংশনেন দিনাজপুর জেলা ফুটবল দল ও পঞ্চগড় জেলা ফুটবল দল। এই টুর্নামেন্টে রংপুর বিভাগের মোট ৮টি জেলার ফুটবল দল অংশ নিবেন। জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশাল পরিসরে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর আয়োজন করা হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Hi, I think your site might be having browser compatibility issues. When I look at your blog in Opera, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, wonderful blog!
Some really wonderful info , Glad I detected this.