ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আট ঘড়িয়া বাজারে তালুকদার পরিবার কর্তৃক দানকৃত ঈদগাঁও ময়দানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪) মার্চ ঐতিহ্যবাহী ঐ ঈদগাঁও ময়দানে ঈদগাঁও কমিটির আয়োজনে প্রতিবছরের মতো এবারেও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এটি প্রায় ১০০ বছরেরো বেশি পুরনো একটি ঈদগাঁও মাঠ, যেখানে আছে অনেক পুরনো একটি মিনার।
ঈদগাঁও ময়দানের সাথেই রয়েছে একটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়। দুই দাগ মিলে ৪ একর ১০ শতক জমি জুড়ে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর জমিদাতা হলেন হরিপুরের সুনামধন্য হাফিজ উদ্দিন তালুকদারের বংশধরেরা। প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৭ সালে সরকারি তালিকাভুক্ত হয়। মসজিদ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টিও প্রায় ১৯৯০ সালের পরপরই প্রতিষ্ঠিত হয়।
শুধু তাই নয়, এলাকার লোকজনের সুবিধার্থে হাটবাজারে স্থান হিসেবে মৌখিক ভাবে ৩৪ শতক জমিও দান করে দেওয়া হয় যেটি বর্তমান সরকারের আয়তায় রয়েছে।তবে জমি অনেক বেশি হওয়ায় ঐ এলাকার কিছু অসাধু লোকজন বিভিন্ন ভাবে ঈদগাঁও মাঠ ও হাট-বাজারের জমি দখল করায় পাঁয়তারা চালাচ্ছে। এমনি অভিযোগ তুলেছেন ঐ ঈদগাঁও ময়দান কমিটির সকলেই ।
ইফতারের পূর্বমুহূর্তে বক্তব্য রাখেন ঈদগাঁও ময়দান কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সোলায়মান আলী, কোষাধ্যক্ষ তৈয়ব আলী সরকার সহ কমিটির অন্যান্য নেতা বৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, তালুকদার বংশের পূর্বপুরুষরা এই ঈদগাঁও ময়দান জনসাধারণের জন্য দান করে দিয়েছেন। যেখানে আমাদের আশেপাশে কোন ঈদগাঁও ময়দান নেই। আমরা এলাকাবাসী সকলেই প্রতি ঈদে এখানেই নামায পড়ি।
কিন্তু এলাকার সাবেক মেম্বার ইয়াছিন আলী ও রুহুল আমিন, আনোয়ার হোসেন, আব্দুস সামাদ, হামিদুর রহমান, ইসমাইল হোসেন, ডা. আজগর হোসেন, আলিম উদ্দিন, শাহাজাহান আলী সহ কতিপয় কয়েকজন বিভিন্নভাবে এলাকার মানুষদের ভুল বুঝিয়ে ঈদগাঁও ময়দানসহ বাজারের জমি দখল করার পাঁয়তারা করছে।
বক্তারা আরো বলেন, তালুকদার বংশের দানকৃত এই ঈদগাঁও মাঠ ও হাটবাজার রক্ষা করতে চাইলে আমাদের এলাকাবাসীর সকলকেই একতাবদ্ধ হতে হবে। কেউ এই জমি অবৈধভাবে দখল করতে আসলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বক্তারা।
এস তানভীর/টাঙ্গন টাইমস
https://slotbet.online/