হিলি ( দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সালিকাদহ এলাকায় করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু তোলার অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।। এসময় বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
আটককৃত এজাহার ইসলাম (২৫) উপজেলার বলগাড়ি শালিকাদহ এলাকার তৌহিদুর ইসলামের ছেলে। পরে তাকে অবৈধ ভাবে বালু উত্তোলন দায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, আমরা সেখানে কয়েকবার অভিযান চালিয়ে ব্যর্থ হই। যাওয়ার সময় তারা খবর পেয়ে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় অভিযান চালিয়ে একজনকে আটক করে দুই মাসের বিনাশ্রম সাজা ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/