ঠাকুরগাঁও প্রতিনিধি : অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে ঠাকুরগাঁওয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা খাদ্য বিভাগ জানায়, গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে সদর উপজেলার ২টি ও হরিপুর উপজেলার ৩টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে সদর উপজেলার শীবগঞ্জ বাজারের মেসার্স কাসেশ হাস্কিং মিল ইউনিট-২’তে ১২০ মেট্রিক টন ধান বেশি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যা ঘটনাস্থলেই আদায় করা হয় এবং মজুদকৃত ধান আগামী ১৩ দিনের মধ্যে ন্যায্যমূল্যে নিংশ্বেষ করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও ঠাকুরগাঁও রোড এলাকার ধানের পাইকারী ব্যবসায়ি আনোয়ার হোসেনের গুদামে ৪০ মে. টন ধানের অবৈধ মজুদ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ব্যবসায়িকে লাইসেন্সের আওতায় আনা হয়। উল্লেখিত প্রতিষ্ঠানসমূহকে জরিমানা করেন জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসাইন। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছানসহ জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের গুরুত্বপুর্ন কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।
অন্যদিকে জেলার হরিপুর উপজেলায় গত বৃহস্পতিবার জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন হরিপুর উপজেলার মেসার্স শান্ত হাস্কিং মিলকে ৫ হাজার, মেসার্স হৃদয় এন্ড জিপসী হাস্কিং মিলকে ৫ হাজার এবং মেসার্স সততা হাস্কিং মিলকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মনসহ খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/