খুলনা ব্যুরোঃ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় বহুল আলোচিত রানা রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রানা রিসোর্টের সামনে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
স্থানীয় বাসিন্দারা জানান, রানা রিসোর্টে দিনের পর দিন অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজ বিপথে ধাবিত হচ্ছে। বহুবার মৌখিকভাবে অভিযোগ দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে জানান তারা।
বক্তারা বলেন অবিলম্বে রিসোর্টে সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার আহবান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের ইমাম, স্কুলশিক্ষক, বাজার কমিটির নেতৃবৃন্দ ও নারী প্রতিনিধি। বক্তারা রিসোর্টটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/