• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

গণহত্যার কালরাত স্মরণে ঠাকুরগাঁওয়ে উদীচী‘র আলোর মিছিল

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

টাঙ্গন ডেস্ক : ১৯৭১ সালের ২৫মার্চ গণহত্যার কালরাত স্মরণে ঠাকুরগাঁওয়ে আলোর মিছিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এ আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ।

সন্ধ্যায় উদীচী কার্যালয় থেকে একটি আলোর মিছিল বের হয়ে শহিদ স্মৃতি ফলকে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদ স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এরপর ‘মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান’সহ দেশের গান গেয়ে মিছিলটি ঠাকুরগাঁওয়ের প্রথম শহিদ মোহাম্মদ আলীর সমাধীতে আলোক প্রজ্বলন করা হয়। পরে আলোর মিছিলটি শহর প্রদক্ষিণ করে অপরাজেয়‘৭১ গিয়ে শেষ হয়।

অপরাজেয়‘৭১ এ শহিদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহসভাপতি অমল টিক্কু, মুক্তিযুদ্ধের গবেষক ফারজানা স্বর্ণা, জেলা সিপিবির সম্পাদক চৌধুরী আনোয়ার হোসেন, তেল-গ্যাস রক্ষা জেলা কমিটির সদস্য সচিব মাহাবুব আলম রুবেল প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চলাইট’র নীলনশা অনুযায়ী বাঙালী জাতির কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালরি উপর ঝাঁপিয়ে পড়ে হণহত্যা চালায়।

সেইদিন তারা নির্বিচারে মানুষ হত্যা করে। রক্তাক্ত সেই নয়মাস যুদ্ধের মধ্যদিয়ে আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। লাখো শহিদের স্মরণে ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের এই আয়োজন।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com