ব্যুরো প্রতিবেদক
খুলনা : দ্বাদশ নির্বাচনী তফসিল বাতিল ও একদফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে খুলনা বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে ডাকবাংলো মসজিদ এলাকা থেকে অবরোধের সমর্থনে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে খানজাহান আলী রোডের শিরিশনগর এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে শের আলম সান্টু, শফিকুল ইসলাম হোসেন, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, শামীম কবির, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর ও জেলা শাখার অন্তর্গত থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবদের মধ্যে উপস্থিত ছিলেন মুর্শিদ কামাল, সাইফ মোল্লা, সাজ্জাদ আহসান পরাগ, ইমাম হোসেন, এনামুল হক, আহ্বাক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম, শেখ আলী আক্কাস, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, বুলবুল মোল্লা, এইচ এম আসলাম, সাঈদ হাসান লাভলু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মনজুরুল আলম, মেহেদী হাসান লিটন, আমিন আহমেদ, মহানগর ও জেলা যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সুমন, আইয়ুব মোল্লা, জাবের আলি, রিয়াজ মোল্লা, কাজী মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনি, শফিকুল ইসলাম বাচ্চু, এম এম জসিম, হাবিবুর রহমান বেলাল, আব্দুল্লাহ আল মামুন, সাইদুল ইসলাম, আরিফুর রহমান বিপ্লব, সৈয়দ নাদিম আশফাক, তোহিদুর রহমান তৌহিদ, খুলনা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে আতাউর রহমান রুনু, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, জেলা তাঁতি দলের মেহেদীআহসান মিন্টু, জাসাস নেতৃবৃন্দের মধ্যে, শহিদুল ইসলাম,জাহিদ হাসান, ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে মাসুম বিল্লাহ, হুময়ুন কবির রুবেল, এবাদুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, মোঃ শাকিল আহমেদ, আব্দুস সালাম, আবু জাফর, রাজীব খান, মশিউর রহমান শফিক, মফিজুল ইসলাম মিঠু, আনিসুর রহমান, সেখ ফারুখ, হেলাল উদ্দীন, রনি, ইমরান খান, মিল্টন রায়, জাফর হাসান, আশরাফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ তানভীর আহম্মেদ, জাহিদুল ইসলাম, রিপন, বাহাদুর মুন্সী, জুয়েল রানা, সাজু হাওলাদার, শফিক মোল্লা, জাকারিয়া, সোহাগ শফিক, আলামিন, ইসমাইল সৈকত ইসলাম উজ্জ্বল প্রমুখ। অনুরুপভাবে মহানগর মহিলাদলের উদ্যোগে বুধবার বাদ মাগরিক খুলনায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে মহানগর মহিলা দলের শীর্ষ নেতাবৃন্দসহ থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপি ৬ষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। বুধবার ভোর ৬টায় থেকে শুরু হওয়া অবরোধ শুক্রবার ভোর ছয়টায় পর্যন্ত চলবে।
https://slotbet.online/