• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

আমরা গড়েয়াবাসী’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Reporter Name / ২২৮ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে সামাজিক সংগঠন ‘আমরা গড়েয়াবাসী’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আক্চা গ্রামে লোকায়ন জীবন বৈচিত্র্য যাদুঘর চত্বরে এই বনভোজনের আয়োজন করা হয়।

আমরা গড়েয়াবাসী’র সভাপতি ইসরাইল আজাদের সভাপতিত্বে বনভোজনে অংশনেন উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী মো: মোদাচ্ছের হোসেন, গড়েয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো: সাইফুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী মো: খায়রুল আনাম, রাজনৈতিক ব্যক্তিত্ব এ এম এস রোকন উদ্দীন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো: এনামুল হক সরকার।

এছাড়াও সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যগণ অংশনেন। সকলের অংশগ্রহণে লোকায়ন জীবন বৈচিত্র্য যাদুঘর চত্বর এক মিলন মেলায় পরিনত হয়। মিলন মেলায় অংশ নিয়ে সংগঠনের সদস্য এবং পরিবারের সদস্যরা দিনটিকে স্মরণীয় করে রাখেন এবং সকল কর্মসূচীতে অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন তারা।

বিনোদনের মধ্যে ছিল গান, গল্প, ছড়া আবৃত্তি, ঝুঁড়িতে বল নিক্ষেপ, র‌্যাফেল ড্র-সহ নানা আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সভাপতির ব্যক্তিগত অর্থায়নে সকল সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এছাড়াও আমেরিকান প্রবাসী মো: রুহুল আমিনের সৌজনে সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সৌজন্য পুরস্কার।

সংগঠনের সাধারণ সম্পাদক ও বনভোজন বাস্তবায়ন কমিটি’র আহবায়ক মোস্তাফিজুর রহমান বনভোজনে অংশগ্রহণ করার জন্য সকলকে স্বাগত জানান, বনভোজন আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানান এবং সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

আমরা গড়েয়াবাসী’র সভাপতি ইসরাইল আজাদ সমাপনী বক্তব্যে বলেন, সামনে রোজার মাস, আমরা রোজা রাখি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো। অন্যান্য ধর্মের যারা আছেন তারা তাদের ধর্ম পালন করবো। পরিশেসে সকলের সুস্বাস্থ্য কামনা এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য বনভোজন বাস্তবায়ন কমিটির সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com