ঢাকা প্রতিনিধি: ঢাকার বারিধারায় ডিপ্লোম্যাটিক জোনে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন আরেক পথচারি বাইসাইকেল চালক। দুই কনস্টেবলের মধ্যে বিরোধের কারণ জানা যায়নি।
শনিবার (৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ফিলিস্থিনি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। তাকে গুলি করে যে কনস্টেবল হত্যা করেছেন তার নাম কাওসার হোসেন।
পুলিশ জানায়, কর্তব্যরত অবস্থায় দুই পুলিশ সদস্যের মধ্যে বাগবিতন্ডা হলে একপর্যায়ে একজন আরেকজনকে লক্ষ্য লরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। তবে দুই কনস্টেবলের মধ্যে কী নিয়ে বাগবিতন্ডা হয়, ঘটনার বিস্তারিত তা জানা যায়নি, জানার চেষ্টা চলছে। গুলিতে আহত সাইকেলচালককে হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহত পুলিশ সদস্য ও গুলি চালানো দুজনই পুলিশের কনস্টেবল। একজন আরেকজনকে গুলি করেছেন। একজন পথচারীও আহত হয়েছেন। হামলাকারী পুলিশ কনস্টেবল বন্দুক নিয়ে বিকারগ্রস্থের মতো আচরণ করছেন। তাকে নিবৃত্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/