• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

“আমরা গড়েয়াবাসী” নামে ঠাকুরগাঁওয়ে একটি সংগঠনের যাত্রা শুরু

Reporter Name / ১১৫ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

টাঙ্গন ডেস্ক : ঠাকুরগাঁও পৌর শহরে বসবাসরত সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে, বিভিন্ন শ্রেণী, পেশার মানুষদের নিয়ে গড়েয়া ইউনিয়নের সর্বসাধারণের সার্বিক জীবন যাত্রার মান উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে “আমরা গড়েয়াবাসী” নামে একটি অরাজনৈতিক জনকল্যাণমূলক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন হিসাবে বৃহত্তর কল্যাণে যাত্রা শুরু করেছে।

শনিবার (৩০ নভেম্বর) রাতে সদর উপজেলার সামনে ঠাকুরগাঁও দি-রয়েল লাউন্স নামে একটি চাইনিজ রেষ্টুরেন্টে ঠাকুরগাঁও পৌর শহরে বসবাসরত গড়েয়াবাসীর আয়োজনে এক সুধী সমাবেশের মধ্য দিয়ে “আমরা গড়েয়াবাসী” সংগঠনটি যাত্রা শুরু করে।

সাবেক প্রধান শিক্ষক ইসরাইল আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গড়েয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক সরকার, বিশিষ্ট সমাজ সেবক মনজুর এ খোদা, রাজনৈতিক ব্যক্তিত্ব রোকন উদ্দীন ভূঁইয়াসহ অনেকে।

আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে ইসরাইল আজাদকে আহবায়ক এবং মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব করে ১১ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-এজার উদ্দীন সরকার বাদল, বেলাল হোসেন, ইউনুস আলী টুটুল, রবিউল ইসলাম রব্বু, মোনায়েম ইসলাম, মোজাহারুল ইসলাম লাভলু, মনির হোসেন, মোস্তফা কামাল, এমদাদুল ইসলাম ভূট্টো।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, এই আহবায়ক কমিটি কিছুদিনের জন্য দায়িত্ব পালন করবেন এবং একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র তৈরী করে ঠাকুরগাঁওয়ে বসবাসরত সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। যে কমিটি গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হবে।

সভায় বক্তারা বলেন, আমরা ঠাকুরগাঁওবাসী অনেক কিছু থেকেই বঞ্চিত। গড়েয়া একটি বাণিজ্যিক এলাকা, সেক্ষেত্রে গড়েয়ার উন্নয়নে তেমন কোন ভ‚মিকা লক্ষ্য করা যায়নি। যেখানে ১৯৭৫ সালে গড়েয়াকে থানা ঘোষনা করার পরিকল্পনা করা হয়েয়েছিল। এরপর ১৯৮৬ সালে গড়েয়াকে থানা হিসাবে বাস্তবায়নের জন্য নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু গড়েয়াবাসীর ঐক্যবদ্ধতা এবং রাজনৈতিক নেতাদের সক্রিয় ভূমিকা না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সভায় সকলকে গড়েয়াবাসীর কল্যাণে একত্রিত থাকার আহবান জানানো হয়।

সভায় বক্তরা আরও বলেন, ফ্যাজিবিলিটির জায়গা থেকে কোন বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়। তিনি প্রথমত গড়েয়াকেই থানা হিসেবে নির্ধারণ করবেন বলে আমাদের বিশ্বাস। কিন্তু আমাদের নিজের দূর্বলতার কারণে আমারা গড়েয়াবাসী বঞ্চিত হয়েছি। তাই আমরা দল, মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভূলে গিয়ে গড়েয়াবাসীর কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

পরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ ইসলাম/টাঙ্গন টাইমস

 


আপনার মতামত লিখুন :

One response to ““আমরা গড়েয়াবাসী” নামে ঠাকুরগাঁওয়ে একটি সংগঠনের যাত্রা শুরু”

  1. কামরুল হাসান says:

    kamrulhasanthakurgaon3@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com