টাঙ্গন ডেস্ক : গাজার উত্তরে বেইত লাহিয়ায় একটি আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানায়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, ইসরাইলি বিমানবাহিনীর এই হামলায় বহু মানুষ আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক শহীদ রয়ে গেছে। তিনি বলেন, “আমাদের সিভিল ডিফেন্স কর্মীরা গাজার বেইত লাহিয়ায় ৭৩ জন শহীদ ও বিপুলসংখ্যক আহত ব্যক্তিকে উদ্ধার করেছে।”
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক লোক নিহত হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী গাজার কর্তৃপক্ষের দেওয়া নিহতের পরিসংখ্যানের বিপরীতে আপত্তি জানিয়ে বলেছে যে, তাদের প্রাথমিক পরীক্ষায় পরিসংখ্যানগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। তবে তারা নির্দিষ্ট কোনো টার্গেট সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
ইসরাইল ৬ অক্টোবর থেকে গাজার উত্তরাঞ্চলে হামাসের পুনঃসংগঠিত হওয়ার প্রচেষ্টা বন্ধ করতে বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করে, যা এই অঞ্চলের ওপর আরও কঠোর অবরোধ তৈরি করেছে।
হামলার আগে, গাজার উত্তরে চলমান অভিযানে ইতোমধ্যে ৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।
সূত্র: ২০ অক্টোবর, ২০২৪ (বাসস)
এ রাজা/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Units on the syringe for 500iu 25u on syringe or 0 best site to buy priligy canada I have a DS 22 months who was a happy surprise I now realize we pretty much won the lottery and have been trying since he was 6 months