টাঙ্গন ডেস্ক : সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকে বহিস্কার করেছে জেলা বিএনপি। অপরদিকে এ ঘটনায় মামুন অর রশীদ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে রুহিয়া থানায় মামলা দায়ের করেছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন জুবাইদুর হক চৌধুরীসহ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে মামুন অর রশীদ অভিযোগ দায়ের করেন। অভিযোগটি এফআইআর ভূক্ত করে আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন : সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচী
অপরদিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে জুবাইদুর হক চৌধুরীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন বিএনপির সকল পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে চায়ের দোকানে অবস্থান করছিলেন সাংবাদিক মামুন। কিছুক্ষণ পর আখানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জবাইদুর চৌধুরী তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালায় মামুনের উপর। কোন কিছু বোঝার আগে হামলাকারীরা তাকে বেধরক মারপিট করতে থাকে এবং হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরে। এক পর্যায়ে তার অন্ডকোষে লাথি মারলে সে মাটিতে নুয়ে পরে। সন্ত্রাসী কায়দায় এই বর্বরতা চালায় তারা।
আরও পড়ুন : বিএনপি নেতার অপকর্ম ফাঁস করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
এমন ঘটনার খবর ছড়িয়ে পড়লে সংবাদকর্মীরা হাসপাতালে গিয়ে অবস্থান নেয়। পরে রাতেই তাৎক্ষনিক ভাবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসতালের সামনে দুই ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে। এ সময় সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।
অপরদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সুধী জন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঠাকুরগাঁও পৌর শহরের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন আমাদের নেতাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। লাগাম ছাড়াই চলছে বিএনপি। এমন চিত্র গোটা জেলায় বলে জানান তিনি।
আহত সাংবাদিক মামুন অর রশিদ বলেন, কয়েক মাস আগে তাকে নিয়ে চাঁদাবাজির একটি রিপোর্ট করেছিলাম। সে প্রায় মুঠোফোনে আমাকে হুমকি দিতো। আজকে আমাকে হত্যার উদ্দেশ্যে তার বাহিনী নিয়ে আমার উপর হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে না আসলে প্রাণে মেরে ফেলতো। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা জুবাইদুর হামলার ঘটনা কথা শিকার করে বলেন, সে আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল ফেসবুকে। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম, সে দেখা করেনি। আজকে তাকে বাজারে পেয়েছি তারপরে তাকে পেটানো হয়েছে। তবে তার মাইড় কম হয়েছে।
রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বলেন, “মামুনের ওপর হামলার ঘটনা দুঃখজনক। সাংগঠনিক ভাবে জবাইদুর হকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
The platform’s commitment to accuracy and reliability makes BusinessIraq.com an indispensable resource for businesses operating in Iraq. Our comprehensive coverage includes daily news updates, weekly market summaries, and monthly sector analysis reports. Special attention is given to emerging opportunities in technology, renewable energy, and financial services sectors, helping stakeholders identify and capitalize on new market possibilities.