• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

কালুরঘাটে ১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প অনুমোদিত একনেকে

Reporter Name / ২৮৯ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

টাঙ্গন ডেস্ক, ঢাকা: চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নতুন রেল-কাম-সড়ক সেতু নির্মাণের জন্য ১১,৫৬০.৭৭ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন করেছে।

সোমবার (৭ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় একনেক বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, মোট চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ২৪,৪১২.৯৪ কোটি টাকা। এর মধ্যে কালুরঘাটের সেতু প্রকল্পটি অন্যতম। এই প্রকল্পের ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের অংশ ৪,৪৩৫.৬২ কোটি টাকা এবং কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) ও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশন ফ্যাসিলিটিজ (ইডিপিএফ) থেকে ৭,১২৫.১৫ কোটি টাকা আসবে।

নতুন সেতুটি নির্মিত হলে, পুরোনো ও জরাজীর্ণ কালুরঘাট সেতুর প্রতিস্থাপনে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সরাসরি ও নিরাপদ রেল ও সড়ক যোগাযোগ নিশ্চিত হবে। এটি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পের মধ্যে ৭০০ মিটার রেল-কাম-সড়ক সেতু, ৬.২০ কিলোমিটার ভায়াডাক্ট, ১১.৪৪ কিলোমিটার রেলপথ এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

রেলপথ মন্ত্রণালয় ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

এ রাজা/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com