পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর আমবাড়ী শিয়াল কোট মাঠে মাহে রামজান উপলক্ষে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পার্বতীপুর- ফুলবাড়ি সংসদীয় আসনের লোকজন এক বিশাল ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে এই ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
আক্তারুজ্জামান শাহ’র সভাপতিত্বে সেখানে দোয়া উত্তর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর ৫ আসনের বিএনপি কতৃক প্রাথমিক মনোনীত ও আগামী সংসদ নির্বাচনে এই আসনের মনোনয়ন প্রত্যাশী এসএম জাকারিয়া বাচ্চু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলা একাডেমির সদস্য জেলা যুবদল নেতা মাহফিজুল ইসলাম মাসুম এবং উপজেলার মন্মথ পুর ইউনিয়নের বিএনপি সভাপতি রবিউল ইসলাম নান্নু।
এসময় দোয়ায় অংশগ্রহণ কারী সকলের হাতে তারেক রহমানের ৩১ দফা কর্মসুচীর লিফ লেট তুলে দেয়া হয়।
এ ইসলাম/ টাঙ্গম টাইমস
https://slotbet.online/
Fatih su kaçak tespiti Ticari binalar daha sık kaçak muayenesi gerektirir. https://stadiontusanj.ba/author/kacak/
Esenyurt su kaçak tespiti Fatih su kaçağı tespiti: Fatih’te su kaçağı sorunlarınıza kesin çözüm sağlıyoruz. https://www.bursabuluyor.com/uskudar-su-tesisatcisi-1503