খুলনা ব্যুরো: খুলনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডার বিভাগ থেকে প্রায় লক্ষাধিক টাকার লোহার মালামাল পাচার করার সময় একটি চক্র পুলিশের হাতে ধরা পড়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে খালিশপুরের চরের হাট এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডার বিভাগ থেকে একটি মিনি ট্রাকে করে পাচার করে নিয়ে যাওয়ার সময় কালিবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই ট্রাকটি আটক করে।
এ সময় পুলিশ ট্রক চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে ভান্ডার বিভাগের ম্যাকানিক্যাল, নিরাপত্তা কর্মী ও উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় তারা সরকারি মালামাল পাচার করে খুলনা শেখ পাড়ায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। পথের মধ্যে পুলিশের হাতে ধরা পড়ে।
পুলিশ পাচারকৃত মালামালসহ ট্রাক চালক, হেলপারকে খালিশপুর থানায় নিয়ে আসেন।
এব্যাপারে উপসহকারী প্রকৌশলী তুহিন খন জানান, তার কাছে স্টোরের চাবি থাকে। চলতি কাজের জন্য তিনি ম্যাকানিক্স কাজেম উদ্দিনের কাছে রাখেন চাবি। ড্রাইভার ইলিয়াস,সিকিউরিটি আবুল কালাম , ম্যাকানিক্স কাজেম, ম্যাকানিক্স জামালের যোগ সাজস্যে রাতে এ মাল স্টোর থেকে পাচার করে।
নির্বাহী প্রকৌশলী মোঃ খায়রুল হাসান বলেন মাল স্টোরের গেট থেকে বের করার আগে রাতে ম্যাকানিক্স কাজেম, সিকিউরিটি আবুল কালামকে রেস্টে পাঠায়। এ সময় মাল স্টোর থেকে পাচার হয় । এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
চক্রটি দীর্ঘদিন ধরে এ বিভাগীয় ভান্ডরের মালামাল পাচার করছে স্থানীয়রা অভিযোগ করেছে। সঠিক তদন্ত হলে পাচার কারী চক্রের হোতাদের ধরা সম্ভব বলে তারা মনে করেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/