খুলনা ব্যুরো : খুলনা-কয়রা মহাসড়কে ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩ জন।
শনিবার(১৮ মে) ভোরে উপজেলার হরিসচন্দ্র কাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপলগঞ্জ থেকে ধানের বস্তা বোঝাই করে ১৫ জন ধানকাটা শ্রমিক নিয়ে খুলনার কয়রা উপজেলায় আসছিল। ভোরে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি (যশোর ট-১১-৩৭৮৫) । ট্রাকে থাকা ১৫ জন শ্রমিকের মধ্যে মনিরুল ইসলাম (৩০) ও সাইদুল ইসলাম (৩৮) ট্রাকের তলে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্য হয় এবং আহত হন আল আমিন (৩৬), জাহিদুল ইসলাম (২৫) ও আসাদুল ইসলাম (৫০)।
আহতদের মধ্যে আলা আমিনের অবস্থা আশংকা জনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
নিহত মনিরুল ইসলামমের মা জানান আজ কয়রা থেকে ধান কাটতে ১৫ জন শ্রমিক গোপালগঞ্জের কোটালি পাড়ায় যায়। ধান কাটা শেষে শনিবার তারা ট্রাক যোগে বাড়ি ফিরছিলো।
ট্রাকে থাকা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, শুক্রবার গভির রাতে তারা খুলনার কয়রার উদ্দ্যেশে রওনা দেন। সারারাত গাড়ি চালানোর কারনে চালকের ঘুমের ভাব ছিলো। গাড়ি চলানোর সময় ঘুমের ভাব চলে আসায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দা কবিরুল শেখ জানান, তিনি মাঠে কাজ করছিলেন এমন সময় দ্রুত বেগে ট্রাকটি এসে নিয়ন্ত্রন করতে না পেরে পাশের খাদে পড়ে যায়। ট্রাকে থাকা শ্রমিকদের চিৎকারে তারা ছুটে এসে শ্রমিকদের উদ্ধার করে। উদ্ধারের পর দুইজনকে মৃতাবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোমিনুল ইসলাম জানান, মৃতদেহ দুইটি সুরাহতাল রিপোর্ট করার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ট্রাক এর ড্রাইভার ও হেলপার দূর্ঘটনার পরই পালিয়েছে।
https://slotbet.online/