সুনামগঞ্জ প্রতিনিধি :নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং ক্লিন এনার্জি’র নামে ভুয়া প্রযুক্তিতে বিনিয়োগ বন্ধের দাবীতে সুনামগঞ্জে এক অভিনব প্রচারাভিযান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ডের বার্ষিক সভার প্রাক্ষালে হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি-হাউস, কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক-ক্লিন এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট – বিডব্লিওজিইডি এ কর্মসূচী আয়োজন করে। বুধবার সকাল এগারোটায় সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে অনুষ্ঠিত উক্ত প্রচারাভিযানের মূল লক্ষ্য বিশ্বব্যাংকের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানানো।
কর্মসূচীতে অংশগ্রহণকারীরা দাবি করেন, ওয়ার্ল্ড ব্যাংককে সৌর, বায়ু, এবং অন্যান্য কম-কার্বন প্রযুক্তির মতো প্রকৃত নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে হবে। তারা জীবাশ্ম জ্বালানি বা তথাকথিত “ক্লিন এনার্জি” প্রযুক্তি যেমন কার্বন ক্যাপচার ও স্টোরেজ প্রকল্পগুলো থেকে সরে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, পরিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ, বাংলাদেশ যুব জোট সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ আহমদ প্রমুখ।
এ ইসলাম/ টাঙ্গন টাইমস
https://slotbet.online/