খুলনা ব্যুরো : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের দুই গ্ররুপে সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। কুয়েটের পাবলিক রিলেশন অফিসার শাহেদুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাতে নিরাপত্তা পরিদর্শক মোঃ মনিরুজ্জামান লিটন বাদী হয়ে শিক্ষার্থীদের ন্যায় বিচার প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৪শ থেকে ৫শ জনকে আসামী করা হয়।
এদিকে বৃহসপতিবার বেলা ১২টায় দুর্বার বাংলা সামনে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শণ কর্মসূচি পালন করেছে। অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতিতে কুয়েটের হল ছেড়ে চলে যাচ্ছে অনেক শিক্ষার্থী। তবে গেল রাতে মাইকিং করে ক্যাম্পাস ত্যাগ না করার আহবান জানিয়েছেন আন্দোলনরতরা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসার ড. মোহাম্মদ মাছুদ প্রো ভিসি প্রফেসার ড. শেখ শরীফুল আলম ও ছাত্র-কল্যাণ বিষয়ক পরিচালককে অপসারনের দাবিতে বুধবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যহত রাখে।
উল্লেখ্য, কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরনকে কেন্দ্রকরে শিক্ষার্থীদের দুই গ্রæপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয় । এ ঘটনার প্রতিবাদে ভিসি, প্রো ভিসি সহ তিন র্কর্মতার পদত্যাগ সহ ৬ দফা দাবীতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বিকেলে তারা ক্যাম্পাসে হামলার চিত্র প্রদর্শনীর আয়োজন করার কথা জানান।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/