নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : সামাজিক সংগঠন জননারী ঐক্য পরিষদের আয়োজনে কমিউনিটি ডেভেলমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র বাস্তবায়নে এবং জাপানের নিওয়ানো পিস ফাউন্ডেশনের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ভূমি দ্বন্দ্ব, দ্বন্দ্বের রুপান্তর ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে জননারী ঐক্য পরিষদের সভাপতি বিলকিস বেগমের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)জিন্নাতারা ইয়াসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি কর্মকর্তা মানস কুমার রায়, তথ্য সেবা কর্মকর্তা নাজমিন আক্তার শিমু, উপজেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক চয়ন চন্দ্র সেন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এটিএম সামসুজ্জোহা বাবলু প্রমুখ।
এছাড়াও জননারী ঐক্য পরিষদের সদস্য, জনসংগঠনের সদস্য ও সিডিএ’র কর্মকর্তা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন ভ‚মিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র আদালতে মামলা হলে অনেক মামলায় দেখা যায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নারীকে ব্যবহার করা হয়। নারীদেরকে যেন ব্যবহার করতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
https://slotbet.online/