পঞ্চগড় প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এডহক কমিটির সভাপতি মাহাদুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও শিক্ষক মো: জিন্নাহ।
ভোট গ্রহণ শেষে কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন-
চেয়ারম্যান পদে: ওমর ফারুক “ছাতা” প্রতীকে ৩১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম “মই” প্রতীকে ভোট পেয়েছেন ২৮৮টি।
ভাইস চেয়ারম্যান পদে : ছকিনা বেগম “টিউবওয়েল” প্রতীকে ৪০৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিমা আক্তার “কলস” প্রতীকে পেয়েছেন ১৯৩ ভোট।
সেক্রেটারি পদে: মমিনুল ইসলাম “হরিণ” মার্কায় ২৩৬ ভোট পেয়ে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হাসান “চসমা” মার্কায় পেয়েছেন ১৯৩ ভোট।
ক্যাশিয়ার পদে: সুলতান মিয়া “মাছ” মার্কায় ৩১৫ ভোট পেয়ে ক্যাশিয়ার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদের “ফুটবল” মার্কায় পেয়েছেন ২৭৪ ভোট।
কার্যকরী সদস্য : কার্যকরী পরিষদের সদস্যরা হলেন-জামিরন বেগম, পরেশ চন্দ্র রায়, লক্ষীচরণ রায় ও ইউসুফ মিয়া।
আরডিআরএস বাংলাদেশ সূত্রে জানা যায়, দীর্ঘ ১১ বছর ধরে ফেডারেশনটির কার্যকরী কমিটির কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে বিভিন্ন জটিলতার কারণে ফেডারেশনের কার্যক্রম অচল হয়ে যায়। এক পর্যায় ফেডারেশনটি অর্থনৈতিক দিক থেকেও পিছেয়ে পড়ে।
আরও জানা যায়, অনির্বাচিত কমিটির কারণে ফেডারেশনের প্রতি সদস্যদের অনাস্থা এবং অনিহা চলে আসে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় “কম্প্রিহেনসিভ প্রকল্পের সহায়তায় ফেডারেশনের সাধারণ সদস্যদের মাধ্যমে চলতি বছরের ১৬ অক্টোবর ৩ সদস্য বিশিষ্ট এডহোক কমিটি গঠন করা হয়।
উক্ত এডহোক কমিটি গঠনের ২১ দিনের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের কোর কম্পিহেনসিভ প্রোগ্রামের পঞ্চগড়ের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান, দেবীগঞ্জ উপজেলার কমিউনিটি মবিলাইজার নুর হোসেনসহ অনেকে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/