পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ এক মাস সাত দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র কয়লা খনি মধ্যপাড়া কঠিন শিলার উত্তোলন শুরু হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল থেকেই পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিটিতে উত্তোলন শুরু হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে যান্ত্রিক ত্রুটির কারণে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি থেকে মধ্যপাড়া খনির উত্তোলন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। সেটির দীর্ঘ চেষ্টার পর বুধবার (১৯ মার্চ) সকাল থেকে কঠিন শিলা প্রকল্পটির উত্তোলনে শুরু হয়। এতে করে একদিকে যেমন শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অপরদিকে স্বস্তি ফিরে এসেছে খনি কর্তৃপক্ষের মাঝেও । আর শ্রমিকরা স্বতঃস্ফূর্ত ভাবে কাজে যোগদান করেছেন।
কঠিন শিলা উত্তোলনের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন জিটিসি’র পরিচালক জাভেদ সিদ্দিকী । তিনি আরও বলেন সকলের অক্লান্ত পরিশ্রমে বন্ধের ৩৭ দিন পরে শিলা উত্তোলন সম্ভব হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/