পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জেলার পার্বতীপুর উপজেলায় মধ্য পাড়া পাথর খনি দুর্ঘটনায় সোহাগ (৪২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে খনির ভু-অভ্যন্তরে কাজ করার সময় অসাবধানতা বশত মাথায় আঘাত পেয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়। এরপর বেলা দুটার দিকে লাশ খনির সার্ফেসভাগে তুলে আনা হয়।
পুলিশ ও স্বজনরা খবর পেয়ে খনির সার্ফেস ভাগে জড়ো হয়। খনি শ্রমিকদের যথাযথ সকল প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহত শ্রমিকের বাড়ী উপজেলার ঘৃনাই গ্রামে পিতার নাম রফিক উদ্দিন।
জেটিসি প্রতিনিধি মুকুল জানান, খনির নিয়ম অনুযায়ী মৃত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতি পুরন দেয়া হবে। প্রথমতঃ পরিবারের অনুরোধে দাফন কাজ সমাপ্ত করতে পুলিশের উপস্হিতিতে লাশ স্বজনদের দেয়া হয়েছে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, আপাততঃ খনি কতৃক ২০ হাজার টাকা দিয়েছে পরিবারকে এরপর পরিবারের দু সদস্যকে খনিতে চাকুরী সহ খনির বিধি অনুযায়ী সকল ক্ষতি পুরন দেয়ার শর্তে দুর্ঘটনাজনিত উদ্ভুত পরিস্হিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/