জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: মানুষ নিজের জান-মালের সুরক্ষার জন্য তালা-চাবি, সু-উচ্চ প্রাচীর, দুর্ভেদ্য বেষ্টনী, আধুনিক সিসি ক্যামেরাসহ উন্নত প্রযুক্তির ব্যবহার করে আসছেন। কিন্তু ঠাকুরগাঁওয়ে সততা শিখাতে এমন দোকান দিয়েছেন যেখানে নেই দোকানদার, কর্মচারি বা জানমালের নিরাপত্তার জন্য নেই কোন তালা-চাবি।
‘দুর্নীতি করব না’, ‘দুর্নীতি মানব না’, ‘দুর্নীতি সইব না’ এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার সুগার মিল উচ্চ বিদ্যালয়ে ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ‘সততা স্টোর’ নামে একটি দোকানের উদ্বোধন করা হয়েছে।
ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সততা স্টোর’ এর উদ্বোধন করেন দুদকের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ তালেবুর রহমান।
‘সততা স্টোর’ শিক্ষার্থীদের মাঝে বিক্রির জন্য রাখা হয় টিফিন হিসেবে কেক, বিস্কুট চানাচুর, লজেন্স এবং পড়া-লিখার উপকরণ হিসেবে রাখা হয়েছে খাতা, কলম, পেন্সিলসহ নানা সামগ্রী। প্রতিটি পন্যের গায়ে মূল্য লেখা রয়েছে। শিক্ষার্থীরা পছন্দ মাফিক পন্য কিনবে এবং সততার ক্যাশ বাক্সে টাকা রেখে যাবে। যার নাম সততা। আর সততার মধ্য দিয়ে শিক্ষর্থীরা ছাত্র জীবন থেকে শুরু ভবিষ্যত জীবনে অভ্যস্ত হয়।
এ সময় বক্তারা বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব ‘সততা স্টোর’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরে সৎ হওয়ার প্রতিযোগীতা করছে। এটা একটা শুভ ও ইতিবাচক দিক পরিবর্তন, সততার চর্চা। এভাবেই শিক্ষার্থীদের মানসিকতায় গুণগত পরিবর্তন আসবে।
বস্তুত ‘সততা স্টোর’ সততা চর্চার একটি প্লাটফর্ম। এটি একটি প্রতীক। নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং অল্প বয়স থেকেই দুর্নীতি বিরোধী নৈতিকতায় উদ্বুদ্ধ করার মহান উদ্যোগ। সৎ মানুষ তৈরির মিশন।
সততা স্টোর’-এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো- বিবেক জাগ্রত করার শিক্ষা। সৎভাবে চলার অনুশীলন কেন্দ্র। দৃশ্যতঃ এখানে বিক্রেতা নেই। এই দোকানের প্রকৃত বিক্রেতা হলো- বিবেক, নৈতিকতা, সততা, চরিত্র, মনুষ্যত্ব ও সর্বোপরি সত্যিকারের মানুষ হওয়ার সিঁড়িতে আরোহণ। একইভাবে সততা স্টোরের সবচেয়ে বেশি মূল্যবান পণ্যটিও কিন্তু বিবেক, নৈতিকতা, সততা, চরিত্র, মনুষ্যত্ব ও সত্যিকারের মানুষ হওয়ার সিঁড়িতে আরোহণ।
বিশ্বের নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর একটি প্রিয় বাংলাদেশ। কিন্তু দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান তালিকার ওপরের দিকে। আমাদের বিশ্বাস দেশের কোনো বিবেকবান নাগরিকই দেশকে এ অবস্থানে দেখতে চাই না। এ অবস্থার পরিবর্তন কাম্য। আর কাঙ্ক্ষিত এই পরিবর্তনের জন্য সম্মিলিতভাবে সবাইকে চেষ্টা করতে হবে।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মোঃ শাহিন আক্তার।
স্কুলের শিক্ষার্থীদের এই গানের মধ্য দিয়ে ‘সততা স্টোর’ এর উদ্বোধন শেষে তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়। পরে স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/