ঠাকুরগাঁও প্রতিনিধি : মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
বে-সরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগারের যৌথ আয়োজনে আলোচনা সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুহম্মদ জালাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন
বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ও ইএসডিও’র হেড অব এইচআর আবুল মনসুর সরকার, সাংবাদিক রেজওয়ানুল হক রিজু, এস এম মোক্তদেরুজ্জমান রাসেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মাওলানা ভাসানীর জীবন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Following a trial of recruitment, the decision is made whether to pursue proning paralysis based on PaO2 FiO2 ratio a strategy which is entirely consistent with best evidence from the PROSEVA and Papazian trials priligy 30mg price 32 Second, every 1 mm Hg counts when it comes to PA pressures, as evidenced by recent change in the definition of pulmonary hypertension from 25 to 20 mm Hg for mean PA pressure, in part because even minor elevations in mean PA pressure above this threshold are associated with a significant increase in the risk of adverse outcomes