টাঙ্গন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের ভরনিয়াহাট উচ্চ বিদ্যালয়ে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারি নিয়োগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারি পরিচালক মো. শাহেদ শাহান শুক্রবার (২২ মার্চ) বিদ্যালয় পরিদর্শণ করেছেন। পরিদর্শনকালে তিনি ভূক্তভোগী, স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের স্বাক্ষ্য গ্রহণ করেন।
সহকারি পরিচালক মো. শাহেদ শাহান বলেন কিছুদিন আগে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারি নিয়োগ হয়েছে। সেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিটিভিতে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং স্থানীয় এক ব্যক্তি লিখিত অভিযোগের প্রেক্ষিতে মহা-পরিচালক মহোদয়ের নির্দেশে বিষয়টি খতিয়ে দেখবার উদ্দেশ্যে এখানে আসা।
তিনি আরও বলেন এখানে আসার পর সংশ্লিষ্ট সকলকে পেয়েছি। সকলের সাথে কথা বলেছি, তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। তথ্য উপাত্তের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন তৈরী করা হবে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান এই কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য, আবেদন প্রার্থী, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিসহ অনেকে।
অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্বাক্ষ্যগ্রহণের এক পর্যায় স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের লোকজন ভ‚ক্তভোগীদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে সহকারি পরিচালক বিষয়টি বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
https://slotbet.online/