ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ পশুর হাটে সরকারি নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয় প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১৩ মে) মাদারগঞ্জ পশুর হাটে গিয়ে এমনই চিত্র দেখা যায়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ক্রয়ের জন্য গরুপ্রতি রশিদ মূল্য ২৬০ টাকা নেওয়ার কথা। কিন্তু হাট ইজারাদার কর্তৃপক্ষ সরকারের নির্দেশনা অমান্য করে খেয়াল খুশী মতো সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুন টাকা আদায় করে আসছেন। এব্যাপারে প্রতিবাদ করেও কোন সুরাহা মিলছে না।
হাটে গরু ক্রয় করতে আসা ইসমাইল নামে এক ব্যক্তি বলেন, কুরবানী উপলক্ষে অগ্রিম গরু কিনতে এসেছিলাম। গরুর দাম মোটামোটি সন্তাষজনক। তবে গরুপ্রতি রশীদ মূল্য নিচ্ছে ৫’শ টাকা এবং চাঁদা আদায় বাবদ ৩০ টাকা নেওয়া হচ্ছে, যা সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা বলেন, বেশ কয়েকটি গরু ক্রয় করেছি। কিন্তু রশীদ মূল্য গরু প্রতি ৫‘শ টাকা দিতে হলো। অনেক অনুরোধ করেও একটি টাকাও কম নিলো না। যে যার মতো চালিয়ে নিচ্ছে, বলেও কোন লাভ নেই। আমরা স্বাধীন রাষ্ট্রে পরাধিন হয়ে আছি।
মাদারগঞ্জ হাটের ইজারাদার এস এম এ সিন্হা বলেন, অন্যান্যরা যেভাবে চালাচ্ছে, আমরাও সেভাবেই চালাচ্ছি।
এ ব্যাপারে ঠাকুরগাও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন বলেন, আমার জানা মতে গরু প্রতি ২৬০ টাকা খাজনা নির্ধারন করা আছে। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত নেওয়ার সুযোগ নেই। বিষয়টি জানলাম, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/