দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
জুনাইরা ফাইহা রহমান প্রিয়ন্তী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪-এ বিভাগীয় পর্যায়ে গল্প বলা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।
সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। জনতা মহাবিদ্যালয়, ছাতকের প্রভাষক মোহাম্মদ মখলিছুর রহমান ও টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মনিরা মাহমুদের জ্যেষ্ঠ সন্তান জুনাইরা ফাইহা রহমান এরআগে স্কুল, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগি নির্বাচিত হয়েছিল।
এবার বিভাগীয় পর্যায়ে একই প্রতিযোগিতায় সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ের প্রতিযোগি নির্বাচিত হয়েছে সে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে গতকাল (০৯ মার্চ) শনিবার সিলেট উপশহরস্থ উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রোকন উদ্দিন প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার ও সম্মাননা পত্র তুলে দেন অতিথিরা।
https://slotbet.online/