ঠাকুরগাঁও প্রতিনিধি : আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও-এর জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন ২০২৩-২০২৪ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হয়েছেন।
রংপুর রেঞ্জের একমাত্র জেলা কমান্ড্যান্ট তিনিই এ সম্মাননায় পেয়েছেন।
এ কর্মকর্তা রংপুর রেঞ্জ পর্যায়ে একমাত্র জেলা কমান্ড্যান্ট হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে জানান শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ পুরস্কার ভবিষ্যতে আমাকে শুদ্ধাচার চর্চায় আরো বেশি কর্মতৎপর হতে অনুপ্রাণিত করবে।
আমি মনে করি এ অর্জন ঠাকুরগাঁও আনসার ও ভিডিপি’র সকল পর্যায়ের সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনে উজ্জীবিত করবে।
আরেফিন ২০১৬ সালে ৩৪ তম বিসিএস আনসার ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পরিচালক পদে এ বাহিনীর সদর দপ্তরে প্রথম কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে দিনাজপুরে সহকারী জেলা কমান্ড্যান্ট হিসেবে, ২৩ আনসার ব্যাটালিয়ন, দীঘিনালা, খাগড়াছড়িতে ব্যাটালিয়নে উপ-অধিনায়ক ও অধিনায়ক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।
পদোন্নতি প্রাপ্ত হয়ে জেলা কমান্ড্যান্ট হিসেবে জয়পুরহাটে এবং সর্বশেষ গত ৩১-০৭-২০২২ তারিখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও দপ্তরে জেলা কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেন।
এ জেলায় যোগদান পরবর্তীতে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতাভুক্ত শুদ্ধাচার কর্মকৌশল পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। জেলায় বাহিনীর সকল পদবীর সদস্যদের শৃঙ্খলা সমুন্নত রাখা, তাদের কল্যাণ নিশ্চিত করন, অফিস ব্যবস্থাপনা ও কর্মস্থলের যথাযথ পরিবেশ বজায় রাখতে অগ্রনী ভূমিকা পালন করেন।
তার দায়িত্বকালীন জেলা কার্যালয়ের পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সমূহের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার একজন গৃহহীন ভিডিপি সদস্যর গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ও রেঞ্জ দপ্তর কর্তৃক নির্দেশনা মোতাবেক এ কর্মকর্তার সার্বিক তত্ত্ববধানে এ অর্থবছরে দুর্গা পূজা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্প্রতি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা দায়িত্বসহ বিভিন্ন নিরাপত্তা দায়িত্বে ঠাকুরগাঁও জেলার প্রায় ১৫,০০০ হাজার জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অত্যন্ত সু-শৃঙ্খল ও পেশাদারিত্বে সাথে দায়িত্ব পালন করেছেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Since platinum agents were not included as treatment options in the control group, the trial cannot address the relative benefits of olaparib and platinum based chemotherapy in patients with breast cancer and a germline BRCA mutation where to buy priligy in usa