পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার (২৭ অক্টোবর ২০২৪) উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এক বিশাল জনসভার মাধ্যমে উদযাপিত হয়েছে। জনসভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের সাবেক সাংসদ এ জেড এম রেজওয়ানুল হক।
প্রধান বক্তার দায়িত্ব পালন করেন পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু এবং সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশীদ সংগ্রাম। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম মাস্টার, চেয়ারম্যান অহিদুল হক সরদারসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে যুবদলের সদস্যরা দেশের কল্যাণে কাজ করে যাবে। নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
জনসভায় পার্বতীপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
https://slotbet.online/