হিলি (দিনাজপুর) প্রতিনিধি : জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রীল কেটে পলাতক আসামি মাদক ব্যবসায়ী রয়েল (৩০) কে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মতিন।
পুলিশ জানায়, গত ২৩ মার্চ (রবিবার) গভীর রাত সাড়ে ৩ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নবাবগঞ্জ থানার কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামে তাকে আটক করা হয়। অভিযানের সময় আসামি রয়েলের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে নবাবগঞ্জের আফতাবগন্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়। সেহরীর সময় পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রীল কেটে পালিয়ে যায়।
পরে পুলিশ আবারো অভিযান চালিয়ে সোমবার (২৪ মার্চ) রাতে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন রাতে প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/