ঠাকুরগাঁও প্রতিনিধি : “কোটা প্রথা নিতাপ যাক, মেধাবীরা মুক্তি পাক” এই স্লোগানকে সামনে রেখে সরকারি চাকুরিতে কোটা পূর্নবহালের রায় বাতিল, কোটা পদ্ধতি সংস্কার, সন্ত্রাসী এবং পুলিশি হামলার শাস্তির দাবীতে ৩য় দিনের মতো কোটা সংস্কার আন্দোলন করেছে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা সংস্কার ও মেধার যোগ্য স্থান অধিকারের দাবিতে আন্দোলনে নামে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
ঠাকুরগাঁও বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় অবস্থান নেয়। প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে অবরোধ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচী সম্পন্ন করে আন্দোলনকারী শিক্ষার্থী। এ সময় তারা কোটা সংস্কারের জন্য বিভিন্ন ¯েøাগান দিতে থাকে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/