পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে হত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সন্ধায় উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিন পুর হাইস্কুল মাঠে জনসংযোগ ও কম্বল বিতরণ করা হয়।
নাগরিক কমিটির রংপুর বিভাগীয় কনভেনার বাংলাদেশ স্বাস্হ্য বিষয়ক কমিশনের সদস্য ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারী বিভাগের সার্জন ডাক্তার আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর সহকারি কমিশনার (ভূমি) এসিল্যান্ড খালিদ বিন মনছুর ।
প্রধান অতিথির বক্তৃতায় এসিল্যান্ড খালিদ বিন মনছুর বলেন,সমাজে পিছিয়ে পড়া দরিদ্র মানুষদের জন্য এই আয়োজন একটি পরিচ্ছন্ন অনুষ্ঠান ও অনুকরণীয় দৃষ্টান্ত।
ডাক্তার আহাদ বলেন, সমাজের ও রাষ্ট্রের সকল অসংগতি দূুর করে একটি বৈষম্য হীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত হয়েছে এই সংগঠনের সদস্যরা। আজকে অধিকার বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর হাতে শীত নিবারনের জন্য ৩ শতাধিক কম্বল তুলে দেয়া হয়।
তিনি আরো বলেন ফ্যাসিষ্ট উৎখাত করা হয়েছে। এবার সুদ ঘুষ দূর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসী উৎখাত করা হবে সমাজ থেকে। এর জন্য দরকার ইস্পাত কঠিন ঐক্য আর তাই আপনারা ঐক্যবদ্ধ শক্তিকে দৃঢ় থেকে দৃঢ়তর করুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুশফিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলার নাগরিক কমিটির প্রতিনিধি তারিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার রহমান ইউপি সদস্য নিশাদ রহমান খালেদ, মাহমুদ সুজন রিয়াজুল ইসলাম, মাহফুজার রহমানসহ অনেকে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/